শাহবাগে হামলা চালাল কট্টরপন্থীরা

শাহবাগে হামলা চালাল কট্টরপন্থীরা

শাহবাগে হামলা চালাল কট্টরপন্থীরাবাংলদেশে শাহবাগ চত্বরে আন্দোলনকারীদের ওপর হামলা চালাল কট্টরপন্থীরা। লাঠি নিয়ে চড়াও হয় তারা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। গোটা ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে শাহবাগ চত্বর।

শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কট্টরপন্থীদের একাংশ হেফাজতে ইসলাম মৎস্যভবন হয়ে শাহবাগের দিকে এগোনোর চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে তারা মৎস্যভবন সংলগ্ন রমনা উদ্যানের পাশে লোহার বেষ্টনি ভেঙে পার্কের ভিতর দিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায়।

উদ্যানের ভেতর দিয়ে হেফাজত কর্মীরা ঢাকা ক্লাবের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের আবারো বাধা দেয়। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়।

এদিকে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে তারা পাল্টা ধাওয়া করেন। এ সময় হেফাজত কর্মীরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে।

এদিকে হেফাজতের মিছিলের খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী বের হয়ে আসেন। পরে তারা জামায়াত-শিবির ও হেফাজতের বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল করেন।

আজ ৬১ দিনে পা দিল শাহবাগের আন্দোলন।

আগামী ৮ এপ্রিল হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

First Published: Saturday, April 6, 2013, 19:33


comments powered by Disqus