Last Updated: Thursday, February 7, 2013, 09:40
অশান্ত বাংলাদেশে গত দু`দিনে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধের দাবিতে হিংসাত্মক আন্দোলনে নেমেছে জামাত-এ-ইসলামি। দেশজুড়ে বনধের ডাক দিয়েছে তারা। শুরু হয়েছে পাল্টা আন্দোলনও। ঢাকার শাহবাগ স্কোয়ারে সেই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন বুদ্ধিজীবীরা। সমর্থন করছে আওয়ামি লিগও।