Last Updated: December 10, 2012 20:02

নিজেদের চেহারা নিয়ে কোনওদিনই বিশেষ সন্তুষ্ট ছিলেন না বি টাউনের নায়িকারা। সময় বিশেষে প্রায় সকলেই ছুরি-কাঁচি চালিয়ে চোখ, নাক, মুখ সব পছন্দের মাপ মতো করে নিয়েছেন। তবে এতোদিন পর্যন্ত মহিলারাই এইসব ব্যাপারে খুঁতখুঁতে ছিলেন। মোটামুটি ঈর্ষনীয় পেশি বানাতে পারলেই খুশি থাকতেন পুরুষেরা। এবার তাঁরাও চোখ, মুখ নিয়ে ভাবতে বসেছেন। সম্প্রতি নাসিকা উন্নত করতে অস্ত্রপচারের সাহায্য নিয়েছেন শাহিদ কপুর।
একটি ইংরেজি ট্যাবলয়েডে প্রকাশিত খবর অনুযায়ী কিছুদিন আগেই রাইনোপ্লাস্টি করিয়েছেন শাহিদ। সেই কারণেই গত দু`মাস ক্যামেরার সামনে বিশেষ মুখ দেখাননি তিনি। তাঁর আগামী ছবি `ফাটে পোস্টার নিকলা হিরো`তেই প্রথমবারের জন্য নতুন নাকে দেখা যাবে শাহিদকে। তবে শোনা যাচ্ছে শাহিদই নাকি একমাত্র নায়ক নন। তলে তলে অনেকেই নাকি আজকাল চেহারায় বদল আনতে একটু ছুরি, কাঁচির সাহায্য নিতে বিশেষ কার্পণ্য করেন না।
First Published: Monday, December 10, 2012, 20:02