Cosmetics Surgery - Latest News on Cosmetics Surgery| Breaking News in Bengali on 24ghanta.com
নাক উঁচু শাহিদের

নাক উঁচু শাহিদের

Last Updated: Monday, December 10, 2012, 20:02

নিজেদের চেহারা নিয়ে কোনওদিনই বিশেষ সন্তুষ্ট ছিলেন না বি টাউনের নায়িকারা। সময় বিশেষে প্রায় সকলেই ছুরি-কাঁচি চালিয়ে চোখ, নাক, মুখ সব পছন্দের মাপ মতো করে নিয়েছেন। তবে এতোদিন পর্যন্ত মহিলারাই এইসব ব্যাপারে খুঁতখুঁতে ছিলেন। মোটামুটি ঈর্ষনীয় পেশি বানাতে পারলেই খুশি থাকতেন পুরুষেরা।