এবার ডেম্পোর শেয়ার কিনে ফুটবল বিপণনে কিং খান!

এবার ডেম্পোর শেয়ার কিনে ফুটবল বিপণনে কিং খান!

এবার ডেম্পোর শেয়ার কিনে ফুটবল বিপণনে কিং খান!ক্রিকেটের পর শাহরুখ খানকে দেখা যেতে পারে ফুটবলে। ইডেন গার্ডেনস-এ কলকাতা নাইট রাইডার্সের অতি-বেগুনি টি শার্টের পর গোয়ার মারগাঁওয়ে ফাতোরদা স্টেডিয়ামে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিখ্যাত সাদা-নীল জার্সিতে আবির্ভাব হতে পারে বলিউড বাদশার! শোনা যাচ্ছে, বর্তমান আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পোর শেয়ার কিনতে পারেন কিং খান। প্রায় ৩০ কোটি টাকায় ডেম্পোর ৫০ শতাংশ শেয়ার কিনতে পারেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই ডেম্পো মাইনিং কর্পোরেশন-এর কর্ণধার শ্রীনিবাসন ডেম্পোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন কিং খান। ডেম্পো সূত্রের খবর, কয়েক সপ্তাহের এই ডিল চূড়ান্ত হয়ে যেতে পারে। প্রসঙ্গত, ভারতীয় ক্লাবভিত্তিক ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট `জাতীয় লিগ`-এ ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত গোয়ার এই টিমের।

First Published: Friday, June 1, 2012, 12:41


comments powered by Disqus