i league football - Latest News on i league football| Breaking News in Bengali on 24ghanta.com
এবার ডেম্পোর শেয়ার কিনে ফুটবল বিপণনে কিং খান!

এবার ডেম্পোর শেয়ার কিনে ফুটবল বিপণনে কিং খান!

Last Updated: Friday, June 1, 2012, 12:41

ক্রিকেটের পর শাহরুখ খানকে দেখা যেতে পারে ফুটবলে। ইডেন গার্ডেনস-এ কলকাতা নাইট রাইডার্সের অতি-বেগুনি টি শার্টের পর গোয়ার মারগাঁওয়ে ফাতোরদা স্টেডিয়ামে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিখ্যাত সাদা-নীল জার্সিতে আবির্ভাব হতে পারে বলিউড বাদশার! শোনা যাচ্ছে, বর্তমান আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পোর শেয়ার কিনতে পারেন কিং খান।