Last Updated: November 28, 2011 20:33

মারা গেলেন বিশিষ্ট সাহাত্যিক শৈবাল মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর রচনাগুলির মধ্যে ঘুমভাঙানি, অগ্নির উপাখ্যান, ভুলভুলাইয়া, নন্দনবাসিনী, জেগে আছে একজন, পাপশাস্ত্র উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এই সাহিত্যিক। রবিবার ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে সাহিত্যিক ও রাজনৈতিক মহলে।
First Published: Monday, November 28, 2011, 20:46