Last Updated: Monday, November 28, 2011, 20:33
মারা গেলেন বিশিষ্ট সাহাত্যিক শৈবাল মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর রচনাগুলির মধ্যে ঘুমভাঙানি, অগ্নির উপাখ্যান, ভুলভুলাইয়া, নন্দনবাসিনী, জেগে আছে একজন, পাপশাস্ত্র উল্লেখযোগ্য।