Last Updated: August 2, 2012 21:31

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট না গড়ার সবুজ সঙ্কেত দিল এআইসিসিও। আগামী অগাস্ট প্রদেশ কংগ্রেস কমিটির বিশেষ বৈঠকে এই বার্তাই স্পষ্ট করে দেবেন শাকিল আহমেদ। অন্যদিকে একলা লড়ার প্রস্তুতি শুরু করে দিতে চায় তৃণমূল কংগ্রেস। এমাসের শেষে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার নূন্যতম সম্ভাবনা আগেই বাতিল করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছিলেন রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট নেই। তৃণমূল নেত্রীর এই ঘোষণার পর কংগ্রেস শিবিরের জোটপন্থীরাও বুঝে গিয়েছেন, জোটের আর কোনও সম্ভাবনা নেই। ফলে পঞ্চায়েত নির্বাচনে একা লড়ার প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। এগারোই অগাস্ট প্রদেশ কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসছে। থাকছেন সাংসদরাও। উপস্থিত থাকবেন শাকিল আহমেদও।
First Published: Thursday, August 2, 2012, 23:05