Shantikatan Bengali Newyear

নববর্ষের আলো শান্তিনিকেতনে

মহা সমারোহে নববর্ষকে স্বাগত জানাল শান্তিনিকেতন। সকালে আয়োজন করা হয়েছিল প্রভাতফেরীর। যোগ দেন ছাত্রছাত্রীরা। আয়োজন হয়েছিল প্রার্থনা সভার। শান্তিনিকেতনের বহু আশ্রমিক তাতে যোগ দেন। বছরের এই প্রথম দিনে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকেও।

আগে ২৫ বৈশাখ দিনটিতে শান্তিনিকেতনে ছুটি ঘোষণা করে দেওয়া হত। তাই পয়লা বৈশাখ রবীন্দ্র জয়ন্তীও সাড়ম্বরে পালন করে নিতেন ছাত্রছাত্রীরা। সেই রীতি মেনে আজ আয়োজিত হয় প্রার্থনা সভা। গান-নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়।

First Published: Tuesday, April 15, 2014, 20:19


comments powered by Disqus