Last Updated: Tuesday, April 15, 2014, 20:19
মহা সমারোহে নববর্ষকে স্বাগত জানাল শান্তিনিকেতন। সকালে আয়োজন করা হয়েছিল প্রভাতফেরীর। যোগ দেন ছাত্রছাত্রীরা। আয়োজন হয়েছিল প্রার্থনা সভার। শান্তিনিকেতনের বহু আশ্রমিক তাতে যোগ দেন। বছরের এই প্রথম দিনে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকেও।