Last Updated: July 20, 2012 10:35

রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের আগেই ফের ইউপিএ`র সুখের সংসারে `অশান্তির মেঘ`। কেন্দ্রীয় ক্যাবিনেটের দু`নম্বর স্থান না পেয়ে এবার বিদ্রোহী হলেন মারাঠা স্ট্রংম্যান শরদ গোবিন্দরাও পওয়ার। সূত্রে খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন পওয়ার ও এনসিপি`র আর এক মন্ত্রী প্রফুল প্যাটেল।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রণব মুখার্জির উত্তরসূরি হওয়ায় মনোবাসনা পূর্ণ হয়নি। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নির্দেশে ক্যাবিনেটের দু`নম্বর স্থানটা কেরলের কংগ্রেস নেতা এ কে অ্যান্টনির জন্য বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। মারাঠা স্ট্রংম্যানের সঙ্গেই কেন্দ্রীয় ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত মন্ত্রীর পদ ছেড়েছেন তাঁর বিশ্বস্ত অনুগামী প্রফুল প্যাটেল। প্রধানন্ত্রীর কাছে নাকি ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে এনসিপি সুপ্রিমোর বৈঠকের পর ইউপিএ`র অন্দরে গৃহযুদ্ধের জল্পনা আরও জোরাল হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রণব মুখার্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ ছাড়ার পর মনমোহন ক্যাবিনেটে `নাম্বর টু` হওয়ার বাসনা ছিল শরদের। দু`নম্বর ব্যক্তি সাধারণত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর বাঁ পাশে বসেন। প্রণববাবু ইস্তফা দেওয়ার পর ক্যাবিনেটের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রীর পাশের সেই চেয়ারেই বসেছিলেন পওয়ার। ফলে তিনি ভেবেছিলেন, সনিয়া-মনমোহন তাঁকেই মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তির মর্যাদা দিচ্ছেন৷ কিন্তু গত ১২ জুলাইয়ের বৈঠকে মনমোহনের পাশে বসতে দেওয়া হয় প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনিকে। তাঁর পাশে বসতে দেওয়া হয় পওয়ারকে।
সোনিয়ার নির্দেশেই পাওয়ারকে টপকে কেরলের কংগ্রেস নেতা অ্যান্টনিকে মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যাক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ২৪ আকবর রোড সূত্রে খবর। তবে এদিন মিডিয়ার মুখোমুখি হয়ে নিজেদের ইস্তফা সম্পর্কে কিছু বলতে চাননি প্রফুল প্যাটেল। তবে পরবর্তী কৌশল নির্ধারণের জন্য আজি বৈঠকে বসছে এনসিপি শীর্ষনেতৃত্ব। পওয়ার সংকট নিয়ে আলোচনার জন্য আজ পৃথকভাবে বৈঠকে বসছে কংগ্রেস কোর কমিটিও।
First Published: Friday, July 20, 2012, 10:35