Last Updated: Friday, July 20, 2012, 10:35
রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের আগেই ফের ইউপিএ`র সুখের সংসারে `অশান্তির মেঘ`। কেন্দ্রীয় ক্যাবিনেটের দু`নম্বর স্থান না পেয়ে এবার বিদ্রোহী হলেন মারাঠা স্ট্রংম্যান শরদ গোবিন্দরাও পওয়ার। সূত্রে খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন পওয়ার ও এনসিপি`র আর এক মন্ত্রী প্রফুল প্যাটেল।