Last Updated: April 12, 2012 23:15

যুবরাজ সিংকে শুভেচ্ছা জানালেন আইসিসি সভাপতি শরদ পওয়ার। যুবরাজের আরোগ্য কামনা করে পওয়ারের দাবি, করেছেন খুব দ্রুতই মাঠে ফিরবেন যুবি।
কেমোথেরাপির পর সোমবারই দেশে ফিরেছেন যুবরাজ সিং। বুধবার গুঁরগাওতে সাংবাদিকদের মুখোমুখি হন যুবরাজ সিং। নিজের জীবনের আইডল লান্স আর্মস্ট্রংই যুবরাজের অনুপ্রেরণা। যখন তিনি অসুস্থতার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন, তখন আর্মস্ট্রং তাঁর পাশে দাঁড়ানোয় অনুপ্রাণিত যুবি। পুরো ফিট হয়ে বাইশগজে কামব্যাক করাই এখন লক্ষ্য বলেও জানান তিনি।
First Published: Thursday, April 12, 2012, 23:15