Last Updated: Tuesday, July 24, 2012, 11:20
দিনকয়েক ধরে চলা বিবাদের ইতি টনলেন প্রফুল প্যাটেল। ইউপিএ-তেই থাকছে শরিক
এনসিপি। বুধবার এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল সাংবাদিক সম্মেলন করে জানান,
দলের অভ্যন্তরে আলোচনা হয়েছে। যে সমাধান সূত্র বেরিয়েছে তাতে শরিক নেতারা
খুশি বলেই জানিয়েছেন প্যাটেল।