হ্যাকারদের কবলে শশী থারুরের টুইটার অ্যাকাউন্ট

হ্যাকারদের কবলে শশী থারুরের টুইটার অ্যাকাউন্ট

অনলাইন হ্যাকারদের হাতে জর্জরিত দেশ। এবার হ্যাকারদের কবলে পড়ল শশী থারুরের টুইটার অ্যাকাউন্ট। বুধবার সন্ধেবেলা অবশেষে নিজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলেন শশী।




থারুরের টুইটার অ্যাকাউন্ট থেকে কিছু অদ্ভুত টুইট দেখে আশ্চর্য হয়ে যান ফলোয়াররা। প্রতিটা টুইটই করা হয়েছিল পাকিস্তানি কলামনিস্ট মেহের তারার উদ্দেশে। ব্যাপারটা বুঝতে পেরে ফলোয়ারদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে শশী জানিয়েছেন কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় থাকবে তাঁর অ্যাকাউন্ট। যতদিন না সমস্যার সমাধান হচ্ছে।

টুইট দেখে বিস্মিত হয়েছেন তারার।

First Published: Wednesday, January 15, 2014, 23:54


comments powered by Disqus