Last Updated: Wednesday, January 22, 2014, 11:31
গতকাল রাতে সংবাদমাধ্যমের দফতর গুলিতে এল একটা চিঠি। প্রেরক সুনন্দা পুস্করের ছেলে। চিঠির বয়ানে মায়ের মৃত্যুর জন্য শশী থারুরকে দায়ী করতে রাজি নয় ছেলে। মা আত্মহত্যা করেছেন, এমনটাও অস্বীকার করেছেন ছেলে শিব মোহন। মায়ের আকস্মিক মৃত্যু ধাক্কা দিয়েছে তাঁকে।সংবাদমাধ্যমে চলতে থাকা নানা বিতর্ক তাঁকে মুখ খুলতে বাধ্য করেছে।