Last Updated: November 15, 2012 12:30

সমালোচনার জবাব বাইশ গজে দিলেন বীরেন্দ্র সেওয়াগ। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে তাঁর ১১৭ রানের ইনিংস ভারতকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দেয়। গতবছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফর থেকেই সেওয়াগকে নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তাঁর চোট সমস্যা যেমন ছিল তেমন দলের মধ্যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মতবিরোধেও জড়িয়ে পড়েন বীরু। ঘরে বাইরে সমালোচনার মুখেও পড়েন তিনি। দলের মধ্যে যখন কোনঠাসা অবস্থায়, ঠিক সেইসময় মোতেরাতে শতরান করে যোগ্য জবাব দিলেন সেওয়াগ। ১১৭ বলে পনেরোটি চার ও একটি ছয়ের সাহায্যে ১১৭ রান করে সোয়ানের বোল্ড হন সেওয়াগ। দীর্ঘ দুবছর পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শতরান পেলেন বীরেন্দ্র সেওয়াগ। দুহাজার দশ সালে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার শতরান করেছিলেন বীরু। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতের এই ওপেনার। মধ্যাহ্ন ভোজের বিরতির পর সেওয়াগ নিজের টেস্ট ক্যারিয়ারের ২৩ তম শতরানটি পূর্ণ করেন।
First Published: Thursday, November 15, 2012, 22:23