Last Updated: Friday, November 16, 2012, 13:27
সময় থমকে দাঁড়ালো কিছুক্ষনের জন্য। গ্যালারির সব দর্শক হতভম্ব। ক্যাচটা ঠিকঠাক ধরলেন তো গ্রেম সোয়ান। নো বল হয়নি তো। না, যুবরাজ হাঁটা দিয়েছে প্যাভিলিয়নের দিকে। সমিত প্যাটেলের একটা লোভনীয় ফুলটস বলে ক্যাচ তুলে দিলেন। কেউ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কেউ কেউ ফ্যালফ্যাল করে তাকিয়ে। কোথায় তাদের মিস হয়ে গেল একটা ইতিহাসের সাক্ষী থাকার। সেঞ্চুরি হল না। সেঞ্চুরি থেকে ২৬ রান দূরে থামতে হল। ঝকঝকে ৭৪ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে ক্ল্যাসিক্যাল কাম ব্যাক করলেন যুবি। এর মধ্যে দু`টো ছয়, ৬টা বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।