Last Updated: January 15, 2014 14:43

ছেলের বাবা হলেন শিখর ধাওয়ান। ধাওয়ানের আধা বাঙালি, আধা-ইংরেজ স্ত্রী এষা মুখোপাধ্যায়ের ছেলে হল। নিউজিল্যান্ড সফররত ধাওয়ান এই খবর শুনে উচ্ছ্বসিত। ধাওয়ানকে শুভেচ্ছাও জানাল মহেন্দ্র সিং ধোনি সহ পুরো ভারতীয় দল।
এদিকে মিশন নিউজিল্যান্ডে নিজের জাত চেনাতে বদ্ধপরিকর শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকা সফরটা বিশেষ ভাল যায়নি শিখরের। তাই নিউজিল্যান্ড সফরে যে কোনও ভাবে সফল হতে চান ধাওয়ান। দিল্লির ডাকাবুকো এই ব্যাটসম্যান নিজের টেকনিকে সামান্য বদল আনছেন বলেও শোনা যাচ্ছে।
নিউজিল্যান্ডে বিমান থেকে নেমে শিখরকে দেখা যায় একেবারে আমির খান গজনির স্টাইলে। ধাওয়ানের গজনি স্টাইল নিয় বিরাট কোহলি সহ দলের ক্রিকেটাররা ধাওয়ানের সঙ্গে ঠাট্টাও করলেন।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরে ভারত পাঁচটি ওয়ানডে ও দুটো টেস্ট খেলবে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
First Published: Wednesday, January 15, 2014, 14:44