চক্ষুদান করবেন শিল্পা, দেহদান করবেন ঋতুপর্ণা

মরণোত্তর চক্ষুদান করবেন শিল্পা শেঠি, দেহদান করবেন ঋতুপর্ণা

Tag:  Shilpa Shetty
মরণোত্তর চক্ষুদান করবেন শিল্পা শেঠি, দেহদান করবেন ঋতুপর্ণা মৃত্যুর পর নিজের চোখ দান করার সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি মহরাষ্ট্রের আহমেদনগর জেলার সোনাই গ্রামে গিয়েছিলেন শিল্পা। ওখানকার এক বিখ্যাত মন্দির শানি শিংগানাপুর দর্শনের পর এই মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নেন বলিউডের `ধড়কন গার্ল`। চক্ষুদানের এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে এসেছেন শিল্পা। ওখানকার এক এনজিও‘ইয়াশওয়ান্ত সামাজিক প্রতিষ্ঠান’-এর এক ফর্মও পূরণ করেছেন তিনি।

আইপিএল সেভেন- চলাকালীনই নাকি ঘনিষ্ঠমহলে শিল্পা এই ইচ্ছাপ্রকাশের কথা বলেছিলেন। কিছুদিন আগে একই এনজিওর সঙ্গে চক্ষুদানের চুক্তি করেছেন শিল্পার ছোটবোন শামিতা শেঠিও। ‘শানি শিংগানাপুর’ মন্দিরে যাবার আগে স্বামী রাজ কুন্দ্রা এবং বাবা সুরেন্দ্র শেঠির সঙ্গে শিরডিতে গিয়ে সাঁই বাবার মন্দির দর্শন করেন শিল্পা। বলিউড তারকাদের মধ্যে মৃত্যুর পর চক্ষুদান করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন , রানি মুখার্জিরা।

মরণোত্তর চক্ষুদান করবেন শিল্পা শেঠি, দেহদান করবেন ঋতুপর্ণা
এদিকে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনুগুপ্ত।

First Published: Saturday, June 7, 2014, 18:20


comments powered by Disqus