Last Updated: June 26, 2014 21:31

এবার সত্যিই বাঁধা পড়লেন শোয়েব আখতার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া হরিপুরের মেয়ে রুবাবকে নিকাহ করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
দুনিয়া টিভি চ্যানেলের খবর অনুযায়ী, বুধবার ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠানে ২০ বছরের রুবাবকে বিয়ে করেন ৩৮ বছরের শোয়েব। তাঁর বাবা, মায়ের উপস্থিতিতে ৫ লক্ষ টাকা হক মোহর রেখে হয়েছে বিয়ে। এর আগে বাবা, মায়ের পছন্দ করা পাত্রীকে বিয়ে করার গুজব উড়িয়েছিলেন শোয়েব।
আখতারের ঘনিষ্ঠ সূত্র পিটিআইকে জানিয়েছে, গত ১২ জুন রুবাবের বাড়িতে নিজের বাবা, মাকে নিয়ে যান শোয়েব। সেদিনই বিয়ের জন্য সম্মত হয় দুই পরিবার।
First Published: Thursday, June 26, 2014, 21:31