Last Updated: Tuesday, October 16, 2012, 15:18
বিয়ে হয়ে গেল সইফিনার। পাঁচ বছরের পুরনো প্রেমিকার সঙ্গে সইসাবুদ পর্ব চুকিয়ে ফেললেন পতৌদির নবাব। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল পতৌদির নবাবকে বরণ করতে ধর্মান্তরিত হচ্ছেন না বেবো। সেই অনুযায়ী আজ শুধু রেজিস্ট্রির মাধ্যমেই বিয়ে সেরে ফেললেন করিনা।
বিয়ের পরে মিঞা-বিবির 'ফার্স্ট-লুক' দেখতে ক্লিক করুন ।