Last Updated: May 4, 2013 20:56

শাহরুখ খান এখন কেকেআরের শুধু মালিক নন, `লাকি চার্ম`ও বটে। অনেক দিন পর মাঠে আসতেই জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। আর এতেই শুরু হল আলোচনা।
শাহরুখ নাকি এবার তাঁর দলের ম্যাচে মাঠে জাননি বলেই তাঁর দলের এই অবস্থা। তাহলে কি কিং খানের উচিত কেকেআর-এর প্রতিটি ম্যাচে উপস্থিত থাকা?
নাকি তাঁর দল যাই করুক শাহরুখের উচিত তাঁর আসল প্রতিভা দেখানোর জায়গা শ্যুটিংয়ের কাজেই ব্যস্ত থাকা।
নীচে লেখুন আপনার মতামত।
First Published: Saturday, May 4, 2013, 21:01