Last Updated: August 27, 2013 20:47

আপনি কি হাই হিল পড়েন? এবড়োখেবড়ো রাস্তা হোক বা মসৃণ চকচকে মেঝে আপনার জুতোর হাই হিলের ব্যালান্স দেখে মুগ্ধ সবাই? গটগট করে পয়েন্টেড হিল পড়ে আপনি যখন হেঁটে যান নিজের ব্যালন্স দেখে নিজেও কি গর্বিত হন? তবে গর্বের মাত্রাটা একটু বাড়িয়ে নিন। স্টকে স্টিলেটোর মোট হাই হিল জুতোর সংখ্যায় বাড়িয়ে নিন। সাম্প্রতিক সমীক্ষা বলছে হাইহিল পরিহিতরা বিচক্ষণ ত্রেতা হন। শুধু পায়ের ব্যালান্স নয় পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সেরা জিনিসটা বেছে নিতে পারেন তাঁরা।
ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন হাইহিল পরিহিতরা পায়ের সঙ্গে ব্যালান্স করতে করতে মানসিক ভাবেই বাজারদরের সঙ্গেও ব্যালান্স করতে শিখে যান। সব থেকে বেশি ও সব থেকে কমের মাঝামাঝি সঠিক মূল্যের সঠিক জিনিস কেনার সিদ্ধান্ত নিতে পারেন। উদাহরণ স্বরূপ হাইহিল পরিহিতরা ৬৫০মার্কিন ডলারের ৫০ইঞ্চি টেলিভিশন ও ৩০০ মার্কিন ডলারের ৩২ইঞ্চি টেলিভিশনের থেকে ৪৫০ মার্কিন ডলার খরচ করে ৪২ ইঞ্চির টেলিভিশন কিনতে পছন্দ করেন।
সিদ্ধান্ত গঠনের সঙ্গে শারীরিক অনুভূতির সম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। এই গবেষণার অংশ হসাবে তাঁরা দেখতে চেয়েছিলেন বিভিন্ন ধরণের ব্যালান্সিং আচার আচারণ কী ভাবে প্রভাব ফেলে বাজার করার সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এই নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই হাই হিলের `জাদু` জানতে পারেন।
First Published: Tuesday, August 27, 2013, 20:47