Last Updated: Tuesday, August 27, 2013, 20:47
আপনি কি হাই হিল পড়েন? এবড়োখেবড়ো রাস্তা হোক বা মসৃণ চকচকে মেঝে আপনার জুতোর হাই হিলের ব্যালান্স দেখে মুগ্ধ সবাই? গটগট করে পয়েন্টেড হিল পড়ে আপনি যখন হেঁটে যান নিজের ব্যালন্স দেখে নিজেও কি গর্বিত হন? তবে গর্বের মাত্রাটা একটু বাড়িয়ে নিন। স্টকে স্টিলেটোর মোট হাই হিল জুতোর সংখ্যায় বাড়িয়ে নিন। সাম্প্রতিক সমীক্ষা বলছে হাইহিল পরিহিতরা বিচক্ষণ ত্রেতা হন। শুধু পায়ের ব্যালান্স নয় পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সেরা জিনিসটা বেছে নিতে পারেন তাঁরা।