শর্ট স্ট্রিট কাণ্ডে চার্জশিটে অভিযুক্ত নূর আলি সহ ১৮ অভিযুক্ত

শর্ট স্ট্রিট কাণ্ডে চার্জশিটে অভিযুক্ত নূর আলি সহ ১৮ অভিযুক্ত

শর্ট স্ট্রিটে স্কুলে হামলা চালানোর সময় গুলিতে খুন হওয়ার ঘটনায় এখনও চার্জশিট জমা দিতে পারল না পুলিস। তবে শুধুমাত্র হামলার ঘটনায় এদিন চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। যে চার্জশিটে পুলিসের সাব ইন্সপেক্টর নূর আলিসহ আঠারো জন অভিযুক্ত রয়েছে।

গত এগারোই নভেম্বর ভোর রাতে কলকাতা শহরের বুকে ঘটেছিল ভয়ংকর সেই ঘটনা। খোদ পুলিস কমিশনারের বাড়ির একেবারে কাছেই গুলিতে নিহত হয়েছিলেন দুজন। আহত হন আরও বেশ কয়েকজন। ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন জমি মাফিয়া পরাগ মজমুদার ও পুলিস অফিসারদের যোগসাজশের কথা। জানা যায় শাসক দলের মদতের বিষয়টিও। কিন্তু সেই খুনের মামলায় প্রায় নব্বই দিন হতে চললেও এখনও চার্জশিট জমা দিতে পারেনি পুলিস। বুধবার শুধুমাত্র স্কুলে হামলার ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। এই চার্জশিটে অভিযোগ আনা হয়েছে--

১ ৪৩ ধারা-অবৈধ জমায়েত
১ ৪৯- অবৈধ জমায়েতে যোগ দেওয়া প্রত্যেক ব্যক্তি
৪৫৮ রাতে বাড়িতে অসদুপায়ে ঢোকা
৪৫৯ গুরুতর আঘাত করার জন্য জোর করে বাড়িতে ঢোকা
১ ২০ বি- ষড়যন্ত্র

সবমিলিয়ে মোট আঠারো জনের নামে হামলার ঘটনায় চার্জশিট জমা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে শেক্সপিয়র সরণি থানার সাব ইন্সপেক্টর নূর আলি, প্রমোটর পরাগ মজমুদার, আইনজীবী পার্থ চট্টোপাধ্যায় ও সমীর রিয়াজ এবং পিনাকেশ দত্ত। এই মামলায় এখনও পর্যন্ত ফেরার রয়েছে তিন জন। যাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অরূপ দেবনাথ। তার সংস্থা থেকেই বাউন্সারদের ভাড়া নিয়ে এই হামলা চালানো হয়েছিল।

First Published: Wednesday, February 5, 2014, 23:37


comments powered by Disqus