Last Updated: Wednesday, February 5, 2014, 23:37
শর্ট স্ট্রিটে স্কুলে হামলা চালানোর সময় গুলিতে খুন হওয়ার ঘটনায় এখনও চার্জশিট জমা দিতে পারল না পুলিস। তবে শুধুমাত্র হামলার ঘটনায় এদিন চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। যে চার্জশিটে পুলিসের সাব ইন্সপেক্টর নূর আলিসহ আঠারো জন অভিযুক্ত রয়েছে।