নিরাপত্তা বাহিনীর গুলিতে তরুণের মৃত্যু, কাশ্মীরে উত্তেজনা

নিরাপত্তা বাহিনীর গুলিতে তরুণের মৃত্যু, কাশ্মীরে উত্তেজনা

 নিরাপত্তা বাহিনীর গুলিতে তরুণের মৃত্যু, কাশ্মীরে উত্তেজনারবিবার ভোর রাতে কাশ্মীরের বন্দীপোরা জেলার একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর হাতে এক বছর আঠেরোর তরুণের হত্যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল। নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তিও। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

অবশ্য সূত্রে খবর স্থানীয় এমএলএ মহম্মদ আকবর দাবি করেছেন এই ঘটনায় দু`জন তরুণের মৃত্যু হয়েছে।

সূত্রে খবর, নিরাপত্তা রক্ষীরা গতকাল রাতে জঙ্গী অবস্থানের খবর পেয়ে শ্রীনগরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বে মারকুন্ডাল গ্রামে অভিযান চালান।

ওই তরুণের উপর গুলি চালানোর ঘটনা চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ক্ষেপে ওঠেন। তাঁরা একটি অ্যাম্বুলেন্সের উপর গুলি চালান বলেও খবর।


First Published: Sunday, June 30, 2013, 10:50


comments powered by Disqus