Last Updated: Saturday, June 22, 2013, 16:09
শ্রীনগরে জঙ্গী হানায় প্রাণ হারালেন দুই পুলিস কর্মী। শ্রীনগরে ব্যস্ত হরি সিং হাই স্ট্রিটে দু`জন পুলিস অফিসারকে খুব সামনে থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। এই হামলায় গুরুতর আহত হয়েছে এক কিশোরী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।