কুণাল কাণ্ডে দমদম জেলের সুপারকে শোকজ, সরকারকে চাপে ফেলল আদালতের নির্দেশ

কুণাল কাণ্ডে দমদম জেলের সুপারকে শোকজ, সরকারকে চাপে ফেলল আদালতের নির্দেশ

কুণাল কাণ্ডে দমদম জেলের সুপারকে শোকজ,  সরকারকে চাপে ফেলল আদালতের নির্দেশরাজ্য সরকারকে চাপে ফেলে দিল বিধাননগর মহকুমা আদালতের নির্দেশ। দমদম জেলের সুপারকে শোকজ করলেন বিধাননগর মহকুমা আদালতের বিচারক। গত সোমবার তৃণমূল সাংসদ কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল বিধাননগর আদালতে।

সরকার পক্ষের আপত্তি সত্ত্বেও সারদা কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদের আবেদন মঞ্জুর করেছিলেন বিচারক। কিন্তু পরের দিনই অন্য মামলায় কুণাল ঘোষকে হেফাজতে নেয় হাওড়া পুলিস। কেন গোপন জবানবন্দী দেওয়ার জন্য সোমবার কুণাল ঘোষকে আদালতে হাজির করা হয়নি, ১৩ ডিসেম্বরের মধ্যে দমদম জেলের সুপারকে তা লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

সারদা প্রধান সুদীপ্ত সেন এবং তাঁর সঙ্গী দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করতে চেয়ে আবেদন করেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এসএফআইও। সেই আবেদনও আজ মঞ্জুর করছে বিধাননগর আদালত।

First Published: Thursday, December 5, 2013, 21:07


comments powered by Disqus