এখনও চলছে শুভেন্দু অনুগামীদের বিদ্রোহ, কিন্তু স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে

এখনও চলছে শুভেন্দু অনুগামীদের বিদ্রোহ, কিন্তু স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে

এখনও চলছে শুভেন্দু অনুগামীদের বিদ্রোহ, কিন্তু স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলেকিন্তু কাঁথির সাংসদের যুব সভাপতির পদ থেকে সরানোর প্রতিবাদে শুভেন্দু অধিকারী অনুগামীদের বিদ্রোহ এখনও চলছে। আজও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। কিন্তু, কতদিন এই বিদ্রোহের পথে হাঁটতে পারবেন তাঁরা। প্রশ্ন দলের অন্দরেই।শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্মেলনে এসে জানতে পারেন তিনি বাদ। বাদ যাওয়ার পর কী প্রতিক্রিয়া ছিল শুভেন্দু অধিকারীর?

তারপর থেকে কিন্তু সংবাদের শিরোনামে শুভেন্দুই। নাম না করে নেত্রীর বিরুদ্ধে তাঁর বিদ্রোহ ।

তৃণমূল কংগ্রেসের রিগিং তত্ত্বকে সামনে টেনে আনা ।

তাঁর অনুগামীদের রাস্তায় নেমে টানা বিক্ষোভ।

পাল্টা তোপ দেগেছেন সদ্য জেলার কার্যকরী সভাপতির দায়িত্ব পাওয়া অখিল গিরিও।

বলা যেতে পারে গত তিনদিন ধরে অধিকারী পরিবার বনাম মুকুল রায়ের অনুগামী অখিল গিরিদের লড়াই এখন প্রকাশ্যে। তৃণমূল শিবির সূত্রে খবর শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতদূর পর্যন্ত আর এগোতে পারেন বিদ্রোহী শুভেন্দু?

কবীর সুমন, তৃণমূলের প্রথম বিদ্রোহী আর কোনওদিন ফিরতেই পারেননি দলে।
কুণাল ঘোষ, দলনেত্রীর বিরুদ্ধে বিগ্রোহ করে এখন জেলে।
সোমেন মিত্র, দলের মধ্যে প্রতিবাদী হওয়ার কারণে তৃণমূল ছাড়তে হয়েছে তাঁকে
শিখা মিত্র বিদ্রোহী হওয়ার পর বিধায়ক পদও ধরে রাখতে পারেননি।

এইপথেই কী হাঁটতে চান শুভেন্দু অধিকারী?রাজনৈতিক মহলে অবশ্য খবর খুব বড় বিদ্রোহের পথে এখনই হাঁটতে নারাজ যুব নেতা। কারণ তাঁর সামনে এই মুহুর্তে কোনও বিকল্প পথ খোলা নেই। কংগ্রেসের ভগ্নদশা। বিজেপিতে যাবেন না। তাই শেষপর্যন্ত এই বিদ্রোহ কতটা চালিয়ে যাবেন তিনি তা বিভ্রান্ত তাঁর অনুগামীরাও।

First Published: Monday, June 2, 2014, 16:14


comments powered by Disqus