Last Updated: Monday, June 2, 2014, 16:14
কিন্তু কাঁথির সাংসদের যুব সভাপতির পদ থেকে সরানোর প্রতিবাদে শুভেন্দু অধিকারী অনুগামীদের বিদ্রোহ এখনও চলছে। আজও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। কিন্তু, কতদিন এই বিদ্রোহের পথে হাঁটতে পারবেন তাঁরা। প্রশ্ন দলের অন্দরেই।শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্মেলনে এসে জানতে পারেন তিনি বাদ। বাদ যাওয়ার পর কী প্রতিক্রিয়া ছিল শুভেন্দু অধিকারীর?