কংগ্রেস সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী শ্বেতা মেনন

কংগ্রেস সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী শ্বেতা মেনন

কংগ্রেস সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী শ্বেতা মেননকংগ্রেস সাংসদ এমপি এন পিথাম্বরা কুরুপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী শ্বেতা মেনন। এফআইআর-এশ্বেতা লিখেছিলেন, ১ নভেম্বর কোল্লামে একটি বোট রেস চলাকালীন তাঁর সঙ্গে আচরণ করেন সাংসদ। "মুম্বই থেকে ওই অনুষ্ঠানে যেতে পেরে আমি খুবই গর্বিত ছিলাম। কিন্তু যখন পৌঁছলাম আমার সঙ্গে আশালীন আচরণ করা হল। আমার মনে হয়েছিল আমার নিরাপত্তার কোনও ব্যবস্থাই করা হয়নি," মিডিয়াকে জানান শ্বেতা।

অভিযোগ, ওই জলসায় শ্বেতাকে বিভিন্ন অজুহাতে গায়ে হাত দিচ্ছিলেন সাংসদ। শ্বেতা বিরক্তি প্রকাশ করলেও সেই সাংসদ একই কাজ করতে থাকেন। শ্বেতা অবশ্য সেই সাংসদের নাম প্রকাশ করতে রাজি হননি। কিন্তু মিডিয়া ফুটেজে দেখা যায় কংগ্রেস সাংসদ এন পেথাম্বারা এই কাজ করেছেন। ৭৩ বছরের অভিযুক্ত সাংসদ অবশ্য পুরো অভিযোগ অস্বীকার করে বলেন, অভিনেত্রীকে তিনি একটা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু প্রচন্ড আওয়াজের জন্য তা শুনতে না পাওয়ায় তাকে বারবার শ্বেতার গায়ে হাত দিতে হচ্ছিল।

জনপ্রিয় এই অভিনেত্রী অবশ্য বলছেন, "আমি সেই ঘটনায় সত্যি অস্বস্তি ও অপমানিত বোধ করেছি।" শ্বেতার পাশে দাঁড়িয়েছে মালায়ালাম সিনেমার কলাকুশলীরা।

First Published: Sunday, November 3, 2013, 22:22


comments powered by Disqus