Last Updated: Sunday, November 3, 2013, 22:22
কংগ্রেস সাংসদ এমপি এন পিথাম্বরা কুরুপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী শ্বেতা মেনন। এফআইআর-এশ্বেতা লিখেছিলেন, ১ নভেম্বর কোল্লামে একটি বোট রেস চলাকালীন তাঁর সঙ্গে আচরণ করেন সাংসদ। "মুম্বই থেকে ওই অনুষ্ঠানে যেতে পেরে আমি খুবই গর্বিত ছিলাম। কিন্তু যখন পৌঁছলাম আমার সঙ্গে আশালীন আচরণ করা হল। আমার মনে হয়েছিল আমার নিরাপত্তার কোনও ব্যবস্থাই করা হয়নি," মিডিয়াকে জানান শ্বেতা।