Last Updated: May 10, 2013 18:07

সব জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন কে সিদ্ধারামাইয়া। শুক্রবার গোপন ভোটের মাধ্যমে সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী নির্বাচন করল কংগ্রেসের পরিষদীও দল। আগামী সোমবার শপথ নেবেন তিনি।
এ দিন সকালে বৈঠকে বসে কংগ্রেসের পরিষদীয় দল। এর আগেই পরিষদীয় দলের মাধ্যমে সোনিয়া গান্ধীর কাছে আবেদন পাঠিয়েছিলেন সিদ্ধারামাইয়া। আবেদন পাওয়ার পর পরিষদীয় দলকে তাদের মতামত জানাতে বলে কেন্দ্র। শেষ পর্যন্ত পরিষদীয় দলের গোপন ভোটের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন সিদ্ধারামাইয়া। বেশকিছু ভোট পেয়ছেন মল্লিকার্জুন খারগেও। পরিষদীয় দলে ছিলেন এইচ কে পাটিল, রোশন বেগ, শ্যামানুর শিরশঙ্করাপ্পা ও ডি কে শিবকুমার।
First Published: Friday, May 10, 2013, 18:07