রুপো জিতলেন ভারতের অভিনব বিন্দ্রা

রুপো জিতলেন ভারতের অভিনব বিন্দ্রা

রুপো জিতলেন ভারতের অভিনব বিন্দ্রাচতুর্থ এশিয়ান এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন ভারতের অভিনব বিন্দ্রা। কুয়েতের শেখ সাবা শুটিং কমপ্লেক্সে ভারতের শুটার সত্যেন্দ্র সিং জিতলেন ব্রোঞ্জ মেডেল। তবে দলগত বিভাগে বিন্দ্রা, গগন নারঙ্গ এবং সত্যেন্দ্র সিং দারুণ পারফর্ম করলেন। যৌথ ভাবে তাঁরা জিতলেন রুপোর মেডেল।

First Published: Thursday, October 20, 2011, 16:21


comments powered by Disqus