Last Updated: May 12, 2013 10:15

উনিশো সাতাশি সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু হয়েছিল অ্যালেক্স ফার্গুসনের। ছাব্বিশ বছর সাফল্য-ব্যর্থতার দায়ভার ঘাড়ে নিয়ে তাঁর পথ চলা। সেই দীর্ঘ পথ চলা থেমে যাবে রবিবার।
ফার্গিকে জমকালো বিদায় সংবর্ধনা দিতে প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ড। ছাব্বিশ বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল ফার্গুসনের,রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হচ্ছে তাঁর সেই যাত্রা।।ছাব্বিশ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজারের পদ ছাড়তে চলেছেন বর্ষীয়ান এই কোচ ।ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থাকবে,আসবেন নতুন ম্যানেজার ডেভিড মোয়েসও। তবে বিশ্বজুড়ে ম্যান ইউ সমর্থকরা খুঁজে বেরাবেন তাদের বিখ্যাত ম্যানেজারকে।
রবিবার অ্যালেক্স ফার্গুসনকে জমকালো বিদায় সংবর্ধনা দিতে প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ড। রীতি মেনে সেদিনই ইপিএল খেতাব তুলে দেওয়া হবে ম্যান ইউয়ের হাতে। নিয়ম অনুযায়ী অধিনায়ক ভিডিচের হাতে ইপিএল ট্রফি ওঠার কথা। তবে খেলোয়াড়রা চান ফার্গুসনের হাতে তুলে দেওয়া হোক ইপিএল ট্রফি। খেলা শুরুর আগে দু`দলের খেলোয়াড়রাই গার্ড অব অনার দেবেন কিংবদন্তি ম্যান ইউ কোচকে। খেলা শেষের পর মাঠের মাঝখানে দাঁড়িয়ে ওল্ড ট্র্যাফোর্ডের অভিবাদন গ্রহণ করবেন।
সেই সঙ্গেই অবসান হবে এক যুগের। ওল্ড ট্র্যাফোর্ডে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে চাইছেন সবাই।টিকিটের দাম গিয়ে পৌঁছেছে দুহাজার পাউন্ড। ফুটবল বিশ্বে যতদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থাকবে,তত দিনই ম্যান ইউয়ের সাফল্যের স্তম্ভ হিসাবে থেকে যাবে ফার্গুসনের নাম।তাই ওল্ড ট্র্যাফোর্ড তো বটেই রবিবার গোটা ফুটবল বিশ্ব মাথা নুইয়ে শ্রদ্ধা জানাবে ফুটবলের এই শিক্ষককে।
First Published: Sunday, May 12, 2013, 10:40