Last Updated: Wednesday, March 6, 2013, 16:46
রোনাল্ডোর শিল্প চলছে, মোরিনহোর মগজাস্ত্র আরও ক্ষুরধার হয়েছে। আর তাই রিয়াল মাদ্রিদের বিজয় রথ একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। রোনাল্ডো-মরিনহোর অদৃশ্য দড়িতে চলা সেই রিয়াল মাদ্রিদ রথ পৌঁছে গেল ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার শেষ আটে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাটেডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। প্রি কোয়ার্টার ফাইনালে দু লেগের ফলাফল মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে ফাগুর্সনের স্বপ্নভঙ্গ করলেন মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে স্যান্টিয়াগো বার্নাবিউতে প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল।