Last Updated: September 2, 2013 22:57

সম্ভাব্য মার্কিন হানা এড়াতে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হল সিরিয়া। রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুনকে ফোন করে সোমবার এ বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সিরিয়ার উপবিদেশমন্ত্রী ফয়জল মুকদদ। দামাস্কাসের দাবি, তাদের ওপর কোনও হামলা আল কায়দার হাতই শক্ত করবে। যুদ্ধ ঘোষণা করেও একেবারে শেষ লগ্নে পিছিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুদ্ধের দায় এড়াতে বল আপাতত মার্কিন কংগ্রেসের কোর্টে ঠেলেছেন তিনি।কিন্তু, তা বলে হাত পা গুটিয়ে বসে নেই দামাস্কাসও।
মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আক্রমণ চালালে আদতে তা আলকায়দার হাতই শক্ত করবে বলে রবিবারই জানিয়েছিল সিরিয়া। সোমবার আরও একধাপ এগিয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। রাষ্ট্রসংঘে সিরিয়ার দূতকে উদ্ধৃত করে সরকারি সংবাদসংস্থা সানা জানিয়েছে, সমস্যার শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে উদ্যোগ নিক রাস্ট্রসংঘ। সিরিয়ার ওপর কোনওরকম আক্রমণ মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াকে বিঘ্নিত করবে বলে সর্তক করেছেন সেদেশের উপবিদেশমন্ত্রী ফয়জল মুকদদ। একইসঙ্গে তাঁর হঁশিয়ারি, দামাস্কাসে হামলা হলে তার প্রভাব পড়ে মার্কিন ভাবমূর্তিতেও, দুনিয়া জুড়ে বাড়বে মার্কিন বিদ্বেষ। দামাস্কাসের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, জার্মানি ও চিন। রুশ বিদেশমন্ত্রী সের্গেউ লাভরভ সাফ জানিয়ে দিয়েছেন, সিরিয়ার ওপর মার্কিন আগ্রাসনের ঘটলে ক্ষতিগ্রস্ত হবে জেনিভা-২ শান্তি আলোচনা প্রক্রিয়া।
মার্কিন হামলা এড়াতে সিরিয়া যখন আন্তর্জাতিক মহলকে পাশে পেতে চাইছে, ঘুঁটি সাজাচ্ছে ওবামা সরকারও। ভূমধ্যসাগরের নৌঘাঁটিতে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন সেনা। মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ সেনেটরদের পাশে পাওয়ার চেষ্টাও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে,সিরিয়ার ওপর কোনওরকম সেনা অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আরব লিগ।
First Published: Monday, September 2, 2013, 23:07