Last Updated: Monday, September 2, 2013, 22:57
সম্ভাব্য মার্কিন হানা এড়াতে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হল সিরিয়া। রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুনকে ফোন করে সোমবার এ বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন সিরিয়ার উপবিদেশমন্ত্রী ফয়জল মুকদদ। দামাস্কাসের দাবি, তাদের ওপর কোনও হামলা আল কায়দার হাতই শক্ত করবে। যুদ্ধ ঘোষণা করেও একেবারে শেষ লগ্নে পিছিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুদ্ধের দায় এড়াতে বল আপাতত মার্কিন কংগ্রেসের কোর্টে ঠেলেছেন তিনি।কিন্তু, তা বলে হাত পা গুটিয়ে বসে নেই দামাস্কাসও।