টানা ৮ বছর ধরে নিজের বোনকে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার গুরগাঁওয়ের এক ডাক্তার

টানা ৮ বছর ধরে নিজের বোনকে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার গুরগাঁওয়ের এক ডাক্তার

টানা ৮ বছর ধরে নিজের বোনকে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার গুরগাঁওয়ের এক ডাক্তার গুরগাঁওয়ে নিজের সহোদরাকে টানা ৮ বছর ধরে ধর্ষণ করার অভিযোগে ১৪ দিনের জেল হেফাজত হল ৩৩ বছরের এক ডাক্তারের।

গত সপ্তাহের শনিবার গ্রেফতার করা হয় ওই ডাক্তারকে। মেয়েটি যখন ক্লাস টুয়েলভে পড়ত তখন থেকে দাদার পাশবিক অত্যাচারের শিকার হয়েছে সে। নিগৃহীতা তরুণীর বয়স এখন ২৭ বছর।

মানেসরের পুলিস স্টেশনে গত শনিবার দাদার নামে অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। পুলিসকে তিনি জানিয়েছেন এত বছর চরম আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন তিনি। এই ঘটনা জানাজানি হয়ে গেলে যে সামাজিক লাঞ্ছনার সামনে তাকে পড়তে হত সেই ভয়েই এতদিন তিনি চুপ করেছিলেন বলে দাবি করেছেন ওই তরুণী।

অভিযুক্ত ডাক্তার তার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। আরও চার বোন রয়েছে তার। সে নিজেও বিবাহিত।

নিগৃহীতা জানিয়েছেন ২০০৫ সালে প্রথম তাঁর দাদা তাঁকে ধর্ষণ করে। এরপর তিনি তাঁর এক দিদির বাড়িতে চলে যান। কিন্তু দিদির বাড়ি থেকে প্রত্যেকবার বাড়ি ফিরে দাদার কাছে ধর্ষিত হতে হয়েছে তাঁকে।

First Published: Monday, April 28, 2014, 16:45


comments powered by Disqus