পাড়ুইয়ে হত্যাকাণ্ডে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিট

সিল ভরা খামে পাড়ুইয়ে হত্যাকাণ্ডে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিট

সিল ভরা খামে পাড়ুইয়ে হত্যাকাণ্ডে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিটপাড়ুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিট। সিল করা খামে জমা পড়েছে ওই রিপোর্ট।

এই হত্যাকাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ ৪১ জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে খুনে জড়িত থাকার অভিযোগ দায়ের করা হয়। আগামিকাল ফের মামলার শুনানি।

গত বছর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস কর্মী হৃদয় ঘোষ নির্দল হিসেবে ভোটে দাড়ানোর পর নিজের বাড়িতে খুন হয়েছিলেন তার বাবা সাগর ঘোষ। এই হত্যাকাণ্ডে নাম জড়ায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ একচল্লিশজন তৃণমূল নেতা-কর্মীর। থানায় এফআইআর দায়ের করেন হৃদয় ঘোষ।

তবে পুলিস উল্টে মৃতের পরিবারেরই কয়েকজনকে গ্রেফতার করে। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। তদন্ত প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ গত চোদ্দোই ফেব্রুয়ারি চার সদস্যের স্পেশান ইনভেস্টিগেশন টিমের হাতে তদন্তভার তুলে দিয়েছিল আদালত। নির্দেশ ছিল, দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার। সেইমতো মঙ্গলবার সিটের সদস্য, তথা ডিএসপি-সিআইডি শঙ্করপ্রসাদ ভট্টাচার্য বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে রিপোর্ট জমা দিয়েছেন।

মঙ্গলবার একটি অতিরিক্ত হলফনামা দায়ের করা হয় মামলাকারীর পক্ষ থেকেও। তাতে বলা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম শুধুমাত্র মৃতের পরিবারের সঙ্গে কথার ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছে। হলফনামায় মামলাকারীর বক্তব্য, তদন্তকারীদের কথা বলা উচিত গ্রামবাসীদের সঙ্গেও।

First Published: Tuesday, March 4, 2014, 21:03


comments powered by Disqus