রাহুলের বিরুদ্ধে প্রার্থী স্মৃতিই, সোনিয়ার বিরুদ্ধে `পার্টি হপার` অজয় আগরওয়াল

রাহুলের বিরুদ্ধে প্রার্থী স্মৃতিই, সোনিয়ার বিরুদ্ধে `পার্টি হপার` অজয় আগরওয়াল

রাহুলের বিরুদ্ধে প্রার্থী স্মৃতিই, সোনিয়ার বিরুদ্ধে `পার্টি হপার` অজয় আগরওয়ালআমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্মৃতি ইরানিকেই প্রার্থী করছে বিজেপি। সোমবার মধ্যরাতের পর আমেঠির প্রার্থী হিসেবে স্মৃতির নাম ঘোষনা করে ভারতীয় জনতা পার্টি। রায়বেরিলীতে সোনিয়ার বিরুদ্ধে লড়তে চলেছেন অজয় আগরওয়াল।

সমাজবাদী পার্টি পছন্দমতো আসনে প্রার্থীপদ না দেওয়ায় বিজেপিতে যোগ দেন অজয় আগরওয়াল। বেশ কিছুদিন ধরে রাহুলের বিপরীতে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছিল স্মৃতির নাম। তবে সোনিয়ার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চাননি ঝাঁসির প্রার্থী উমা ভারতী। যদিও পরে উমা জাননা সোনিয়ার বিরুদ্ধে লড়তে আপত্তি নেই তাঁর। এ ছাড়াও এ দিন ভেলোরের প্রার্থী হিসেবে এ সি শানমুগম ও তামিল নাড়ুর থাঞ্জাভুর থেকে কে এম মুরিগনানথমের নাম ঘোষনা করে বিজেপি।

অন্ধ্রপ্রদেশে টিডিপি-র সঙ্গে আঁতাঁত নিয়েও এ দিন আলোচনা হয় বিজেপির বৈঠকে।

First Published: Tuesday, April 1, 2014, 16:50


comments powered by Disqus