ঘুমে বরফ, সোনাদাতেও

ঘুমে বরফ, সোনাদাতেও

ঘুমে বরফ, সোনাদাতেওফের তুষারপাত শুরু হয়েছে টাইগার হিলে। এবারের শীতে টাইগার হিলে এনিয়ে দ্বিতীয়বার তুষারপাত। তুষারপাত শুরু হয়েছে ঘুম, সোনাদা পাহাড়ের অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলিতেও। পাশাপাশি ঠাণ্ডায় কাঁপছে গোটা পাহাড়। সকাল থেকেই বইছে হিমেল হাওয়া। দার্জিলিং শহরে সকাল থেকেই হাড়কাঁপানো ঠাণ্ডা। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় দুই ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা এগারো। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। পাহাড়ের কোথাও সূর্যের দেখা নেই।

First Published: Wednesday, January 11, 2012, 15:01


comments powered by Disqus