Last Updated: Monday, January 9, 2012, 17:42
সোমবার বিকেল থেকে টাইগার হিলে হালকা তুষারপাত শুরু হয়েছে। কিন্তু মাটিতে পড়ার আগেই তা মিলিয়ে যাওয়ায়, বরফ জমতে পারেনি। টাইগার হিলে তাপমাত্রা এখন হিমাঙ্কের নীচে। দার্জিলিংয়ের তাপমাত্রা কমে ২ ডিগ্রি সেললিয়াসে দাঁড়িয়েছে।