উইম্বলডনে খেলার টিকিট পেলেন না সোমদেব

উইম্বলডনে খেলার টিকিট পেলেন না সোমদেব

উইম্বলডনে খেলার টিকিট পেলেন না সোমদেবউইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে যোগ্যতাঅর্জন পর্ব থেকে ছিটকে গেলেন ভারতের পয়লা নম্বর খেলোয়াড় সোমদেব দেববর্মন। উইম্বডন কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডেই সোমদেব হেরে গেলেন। ফলে এবার আর ঐতিহ্যের অল ইংল্যান্ড কোর্টের সিঙ্গলসে কোনও ভারতীয়কে খেলতে দেখা যাবে না।

সোমদেব অবশ্য আজ এই কোয়ালিফায়ারের খেলায় একটা সময় ম্যাচ পয়েন্টে ছিলেন। তবে সেখান থেকে হারলেন নিজের দোষে তাঁর চেয়ে ৭৫ ধাপ পিছনে থাকা অসি খেলোয়াড় ম্যাট রেডের বিরুদ্ধে।

কদিন আগেই ফরাসি ওপেনে রজার ফেডেরারের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন সোমদেব। কিন্তু এবার আর সেটা হওয়ার কোনও সুযোগ থাকল না।

First Published: Monday, June 17, 2013, 20:27


comments powered by Disqus