wimbledon tennis - Latest News on wimbledon tennis| Breaking News in Bengali on 24ghanta.com
উইম্বলডনে খেলার টিকিট পেলেন না সোমদেব

উইম্বলডনে খেলার টিকিট পেলেন না সোমদেব

Last Updated: Monday, June 17, 2013, 20:27

উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে যোগ্যতাঅর্জন পর্ব থেকে ছিটকে গেলেন ভারতের পয়লা নম্বর খেলোয়াড় সোমদেব দেববর্মন। উইম্বডন কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডেই সোমদেব হেরে গেলেন। ফলে এবার আর ঐতিহ্যের অল ইংল্যান্ড কোর্টের সিঙ্গলসে কোনও ভারতীয়কে খেলতে দেখা যাবে না।