Last Updated: July 30, 2012 16:45

অলিম্পিকে পুরুষদের টেনিসে সিঙ্গলসে হেরে বিদায় নিলেন ভারতের সোমদেব দেববর্মন। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই জে নেইমিনেনের কাছে স্ট্রেট সেটে হেরে যান তিনি। খেলার ফল ৩-৬, ১-৬।
প্রথম সেটে কিছুটা লড়াই চালালেও সোমদেব হেরে যান ৩-৬ ব্যবধানে। এরপর দ্বিতীয় সেট শুরু হতেই বৃষ্টি নামে। বৃষ্টি থামলে ফের খেলা শুরু হলে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন নেইমিনেন। দ্বিতীয় সেটে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সোমদেব। শেষ পর্যন্ত তিনি হার মানেন ১-৬ ব্যবধানে।
সোমদেব বিদায় নিলেও অলিম্পিকে সিঙ্গলসে খেলার ছাড়পত্র পেয়েছেন বিষ্ণু বর্ধন।
First Published: Monday, July 30, 2012, 16:45