Last Updated: Tuesday, July 31, 2012, 19:06
অলিম্পিকে টেনিসের পুরুষদের ডাবলসে দুরন্ত জয় পেল ভারত। ডাচ জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল লিয়েন্ডার পেজ-বিষ্ণুবর্ধন জুটি। অন্যদিকে আগেই এক ডাবলস ম্যাচে বেলারুশের মিরনি-বারি জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ভারতের মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি।